Site icon Jamuna Television

আওয়ামী লীগে মনোনয়ন বাণিজ্য চিরতরে বন্ধ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগে মনোনয়ন বাণিজ্য চিরতরে বন্ধ করা হয়েছে বলে, মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন।

ওবায়দুর কাদের বলেন, চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ অপকর্মে জড়িতদের স্থান আওয়ামী লীগে হবেনা। দুঃসময়ের ত্যাগীদের বাদ দিয়ে পকেট কমিটি করা চলবেনা। নবীন-প্রবীন মিলে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্ধারণের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

পরে মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেনের নাম ঘোষণা করা হয়। এছাড়া, জেলার সভাপতি লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাসির উদ্দিন।

এরআগে, নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। সম্মেলন ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন।

Exit mobile version