Site icon Jamuna Television

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য কত?

চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। ন্যূনতম ১ থেকে ১০ হাজার টাকায় ছাড়া হচ্ছে টিকিট। সর্বোচ্চ ৮ হাজার টিকিট বিক্রি করবে বিসিবি। তবে, টিভির পাশাপাশি বিভাগীয় শহরসহ ঢাকার বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তৈরীর কাজ প্রায় শেষ। মঞ্চের সামনে উইকেট বাঁচিয়ে ভিআইপিদের জন্য বসানো হয়েছে বিশেষ চেয়ার। আর প্রেসিডেন্ট বক্সের সামনে প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য বিশেষ ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থাও তাই থাকছে নিশ্ছিদ্র। এজন্য সব সংস্থাকে নিয়ে সভাও করেছেন বিসিবি সভাপতি। বলেছেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করছি। খুব গোছালো একটা উদ্বোধনী অনুষ্ঠান করতে চাই।

গেল বার চট্টগ্রাম ভাইকিংসের ম্যানেজার শাকিল আহমেদ আকসুর রাডারে পড়ায়, এবার বাড়তি সতর্ক বোর্ড। উদ্বোধনী অনুষ্ঠানে জেমস, মমতাজের সাথে গান গাইবেন সনু নিগম, কৈলাশ খের। সাথে স্টেজ পারফরমেন্সে দেখা যাবে সালমান-ক্যাটরিনাকে।

Exit mobile version