Site icon Jamuna Television

নোয়াখালীতে প্রেম নিয়ে বিরোধ, সহপাঠীকে কুপিয়ে জখম

নোয়াখালীর হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রিসাদ (১৬)কে কুপিয়ে জখম করেছে সহপাঠীরা

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রেম নিয়ে বিরোধের জের ধরে তার সহপাঠীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

হামলাকারী সহপাঠীরা কিশোরগ্যাংয়ের সাথে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, রিশাদের সাথে একই বিদ্যালয়ের একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল এই সম্পর্কের জের ধরে কিশোরগ্যাংয়ের এর সদস্যদের সাথে পূর্বে হাতাহাতি হয়। তার সূত্র ধরে তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে তারা।

আহত রিসাদ হরিনারায়ণপুর স্কুলের এসএসসি পরীক্ষার্থী। তাকে ধারালো অস্ত্রের দিয়ে আঘাত করে। সদর মেডিকেলে ভর্তি করায়। সে নোয়াখালী পৌরসভার বিশ্বনাথ এলাকার আব্দুর রহমানের ছেলে।

Exit mobile version