Site icon Jamuna Television

আমি পেঁয়াজ, রসুন খাই না: ভারতীয় অর্থমন্ত্রী

‘আমি পেঁয়াজ, রসুন খাই না বললেই চলে। যে পরিবার থেকে এসেছি, সেখানে পেঁয়াজের চল নেই।’ বুধবার ভারতের সংসদে দাঁড়িয়ে এই মন্তব্য করেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এরপরই বিরোধীদলের তীব্র আক্রমণে পড়েন নির্মলা। এরপরই এই আগুনে ঘি ঢালেন আরেক মন্ত্রী অশ্বিনী চৌবে। তিনি বলেন ‘আমি নিরামিষাশী। কোনও দিনও পেঁয়াজই খাইনি। আমার মতে কারোর পক্ষে পেঁয়াজ সম্পর্কে কিছু বলা কীভাবে সম্ভব?’

পেয়াজের উৎপাদন কম হওয়ায় ভারতীয় অর্থমন্ত্রী জানান, ফলন কম বলেই মিশর থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধী শিবির তখন ‘আপনি কি মিশরের পেঁয়াজ খান?’ এমন প্রশ্ন ছুড়ে দিলে নির্মলা সীতারমন বলেন, ‘আমি পেঁয়াজ, রসুন খাই না। তাই আমাকে নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমি যে পরিবার থেকে এসেছি, সেখানে পেঁয়াজের চল নেই।’

অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন ‘অর্থমন্ত্রী পেঁয়াজ খান না, তো কি অ্যাভোকাডো ফল খান?’

প্রসঙ্গত, গত কয়েক দিনে ভারতের সর্বত্র অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। দেশটির প্রধান শহরগুলিতে পেঁয়াজের দাম সেঞ্চুরি পার করে ডবল সেঞ্চুরির দিকে যাচ্ছে।

Exit mobile version