Site icon Jamuna Television

বাবরি মসজিদে ভাঙচুর-অগ্নিসংযোগের আজ ২৭ বছর

অযোধ্যার বাবরি মসজিদে ভাঙচুর-অগ্নিসংযোগের আজ ২৭ বছর। দিনটি ঘিরে শহরটিতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

গেলো মাসেই, পাঁচশ বছরের পুরনো মসজিদের জায়গায় রাম মন্দির তৈরির পক্ষে রায় দেন,ভারতের সর্বোচ্চ আদালত। বলা হয়, জমির মালিকানা প্রমাণ করতে পারেনি মুসলিমরা। তাই, ২ দশমিক ৭৭ একর জমি পাবে হিন্দু সম্প্রদায়। একইসাথে, মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই সুন্নি ওয়াকফ্ বোর্ডকে বিকল্প ৫ একর জমি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। তাই, সবমিলিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে অযোধ্যায়। সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে আগেই নিরাপত্তা জোরদার করেছে রাজ্য ও কেন্দ্র সরকার।

১৯৯২ সালের এই দিনে মসজিদটিতে ভাঙচুর চালায় কট্টরপন্থি হিন্দুরা। সেসময়, দাঙ্গায় প্রাণ হারায় দু’হাজারের বেশি মানুষ।

Exit mobile version