Site icon Jamuna Television

স্কুলছাত্রের লাশ উদ্ধার, বাবা-মা একে অপরকে দোষারোপ

গাজীপুরের শ্রীপুরে জাহিদ নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। দুপুরে বিধায় গ্রাম থেকে বালু চাপা দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে পাল্টাপালি অভিযোগ করেছে মা এবং বাবা।

মায়ের দাবি, ১১ মাস আগে স্বামীর সাথে বিচ্ছেদ হয় তার। এরই জের ধরে সন্তানকে হত্যা করেছে সাবেক শ্বশুর বাড়ির লোকজন। তবে বাবার ভাষ্য, হত্যাকাণ্ডে মা নিজেই জড়িত।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে। তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জাহিদ।

Exit mobile version