Site icon Jamuna Television

নবীকে নিয়ে কটূক্তি, মৃত্যুদণ্ডের আইন করার দাবি

মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম চত্বরে আয়োজিত সংগঠনটির দশম বর্ষপূর্তী সম্মেলনে বক্তারা এই দাবি করেন।

এসময় তারা বলেন, আল্লাহ ও রাসুল (সা.) নিয়ে এই দেশে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। ৯০ শতাংশের বেশি মুসলমানের এই দেশে ইসলাম নিয়ে কটূক্তি করলে তার ফল ভালো হবে না বলেও জানান বক্তারা।

এছাড়া বক্তারা বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। সংগঠনের সারাদেশের প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

Exit mobile version