Site icon Jamuna Television

আটকের একদিন পর ২ জেলেকে ফেরত দিল বিএসএফ

আটকের একদিন পর রাজশাহীর গোদাগাড়ীর নির্মলচর হতে আটক করে নিয়ে যাওয়া দুই জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

তারা হলেন, উপজেলার প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের জেলে আব্দুর রহিম ও ওমর আলী।

শুক্রবার বিকেলে বাংলাদেশ সীমান্ত ভাটোপাড়া এলাকার ৪৭/৭ পিলারের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। এসময় বাংলাদেশের প্রেমতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার ফরিদ হোসেন ও ভারতের টিকনার চর বিএসএফ ক্যাম্পের কমান্ডার রাম কুমার পতাকা বৈঠকের নেতৃত্ব প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে দুই জেলেকে আটক করে নিয়ে গেলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে আলোচনার এক পর্যায়ে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়।

Exit mobile version