Site icon Jamuna Television

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল ও জাতীয় লিগে পারফরমেন্সের স্বীকৃতি পেয়েছেন আবু জায়েদ রাহি-মেহেদিরা।


বিপিএলে দারুণ বোলিংয়ের স্বীকৃতি পেয়েছেন আবু জায়েদ, আছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান আর টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম। জাতীয় লিগে ২ ডাবল সেঞ্চুরির মালিক এনামুল হক বিজয়ের সঙ্গে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। চোখের সমস্যা কাটিয়ে প্রাথমিক দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন।

বিপিএলে দারুণ ব্যাটিং করা মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, স্পিনার নাজমুল ইসলাম অপু আছেন ৩২ সদস্যের প্রাথমিক দলে। দলের বাকিরা সবাই জাতীয় দল ও এর আশেপাশে আছেন। ২৭ ডিসেম্বর শুরু হবে ক্যাম্প। সকাল ৯টায় ফিটনেস টেস্টের জন্য মিরপুরে রিপোর্ট করতে বলা হয়েছে ক্রিকেটারদের।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version