
কুমিল্লা ব্যুরো:
ছাত্রলীগ- যুবলীগ-আওয়ামীলীগ-স্বেচ্ছাসেবক লীগ যে লীগই করনে না কনে কোন অপরাধ করলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম।
শুক্রবার বিকেলে লাকসাম পৌরসভা আয়োজিত লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলনে, আওয়ামী লীগের নেতা হলেই চলবে না বরং সবাইকে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন হবে কিন্তু মানসিক উন্নয়নেরও প্রয়োজনীয়তা আছে।
এর আগে সাড়ে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত লাকসাম বঙ্গবন্ধু পৌর কমিউনিটি সেন্টার ও ১২ কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়াম এবং লাকসাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কাজের শুভ উদ্বোধন করেন তিনি।



Leave a reply