Site icon Jamuna Television

অভিনয় ছেড়ে ব্যাটমিন্টনে পরিনীতি!

বলিউডের সারাজাগানো নায়িকা পরিনীতি চোপড়া অভিনয় থেকে দূরে বেশ কিছুদিন ধরে। তাকে দেখা যাচ্ছেন ব্যাটমিন্টন কোর্টে। এতদিন শুটিং স্পটে নাচে মন দিলেও এখন ঘাম ঝড়াচ্ছেন ব্যাটমিন্টন কোর্টে। এ নিয়ে নানা গুঞ্জন চলছে। অনেকে বলছেন, অভিনয় ছেড়ে খেলায় মন দিচ্ছেন কি পরিনীতি?

তবে পরিনীতি রুপালি পর্দা ছেড়ে মাঠে থিতু হওয়ার গুঞ্জন সত্যি না। চরিত্রের প্রয়োজনেই তাকে ব্যাটমিন্টন মাঠে কঠোর অনুশীলনে সময় দিতে হচ্ছে। চরিত্রটি যখন ভারতের জাতীয় আইকনদের অন্যতম একজন ‘সাইনা নেওয়াল’য়ের- তখন তো একটু ঘাম ঝড়াতে হবেই।

পরিনীতি ব্যাটমিন্টন হাতে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেখানে দেখাচ্ছে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার মতো পোজ দিয়ে আছেন পরিনীতি।

পরিনীতি সাইনার বায়োপিকে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ফিট করছেন। এই সিনেমাটির জন্য প্রথম পছন্দ অবশ্য ছিলেন শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধার অন্য ছবির ব্যস্ততা ব্যাডমিন্টন কোর্টে টেনে আনে পরিনীতিকে। আপাতত সেটা নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।

Exit mobile version