Site icon Jamuna Television

বরিশালে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বরিশালের বানারীপাড়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সলিয়াবাকপুর এলাকার কুয়েত প্রবাসী আবদুর রবের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, একতলা ভবনের দুটি কক্ষ থেকে আবদুর রবের মা মরিয়ম বেগম এবং তার ভগ্নিপতি শফিকুল ইসলাম লাশ উদ্ধার হয়। এছাড়া বাড়ির পুকুর থেকে খালাতো ভাই ইউসুফের পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Exit mobile version