Site icon Jamuna Television

রুম্পা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠীরা

সিদ্ধেশ্বরীতে নিহত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়া শারমিন রুম্পা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরীস্থ ক্যাম্পাসের সামনে তারা বিক্ষোভ ও মানববন্ধন করে।

এসময় তারা সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

শিক্ষার্থীরা বলেন, রুম্পার মধ্যে আত্মহত্যার প্রবণতা কোন সময় লক্ষ্য করেননি তারা। তাকে কখনো মানসিকভাবে বিপর্যস্তও মনে হয়নি। দ্রুত সময়ের মধ্যে হত্যায় জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানান শিক্ষার্থীরা।

Exit mobile version