Site icon Jamuna Television

ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় বিধানসভার ভোট গ্রহণ চলছে

ভারতের ঝাড়খন্ডে দ্বিতীয় দফায় বিধানসভার ১৮টি আসনে চলছে ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটাভুটি চলবে বেলা ৩টা পর্যন্ত।

পূর্ব জামশেদপুর আসনে আজ অগ্নিপরীক্ষা দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী রঘুবর দাস। বিজেপি এই নেতার শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সর্ব রায়। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন স্পিকার দিনেশ ওরাওঁ, গ্রামীন উন্নয়ন মন্ত্রী নীলাকান্ত সিং মুন্ডা, বিজেপির রাজ্য প্রেসিডেন্ট লক্ষ্মন গিলুয়া।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ৬ হাজার ৬৬ কেন্দ্রে চলছে ভোট। মাওবাদী এলাকা হওয়ায় বেশিরভাগকে স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ২৬০ প্রার্থীর মধ্যে থেকে নিজের পছন্দের বিধায়ককে নির্বাচিতের জন্য ভোটাধিকার প্রয়োগ করছেন ৪ কোটি ৮২ লাখের বেশি।

Exit mobile version