Site icon Jamuna Television

আমরণ অনশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

বেতন বৈষম্য দূর করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত সহকারী শিক্ষকরা। শীতে খোলা আকাশের নিচে সারা রাত কাটানোয় বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও কর্তৃপক্ষ তাদের দাবির ব্যাপারে কোন সাড়া না দেয়ায় হতাশা ব্যক্ত করেন আন্দোলনরত শিক্ষকরা।

এদিকে অনশনরত শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। একই যোগ্যতায় নেয়া হলেও প্রধান শিক্ষকের সাথে বেতন বৈষম্য দূর করার দাবিতে এ আন্দোলন করছেন সহকারী শিক্ষকরা।

Exit mobile version