Site icon Jamuna Television

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মিথিলা-ফাহমির ছবি সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টাল থেকে মিথিলা-ফাহমির ব্যক্তিগত ছবি সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিকালে এ নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিহত শিক্ষার্থী টুম্পার ছবিও সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, অভিনেত্রী মিথিলা ও পরিচালক ফাহমির কিছু ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভাইরাল হওয়া ওই ছবিগুলো নিয়ে অনলাইন পোর্টালেও নিউজ হয়। এতে বেশ চটেছিলেন মিথিলা। আইনের আশ্রয় নেয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

গত শুক্রবার কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। ঘরোয়াভাবে কলকাতায় সৃজিতের বাসায় বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন। বর্তমানে তারা হানিমুনে সুইজারল্যান্ড আছেন।

Exit mobile version