Site icon Jamuna Television

রুম্পা হত্যাকাণ্ড: ‘বন্ধু’ সৈকত ৪ দিনের রিমান্ডে

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পা হত্যার ঘটনায় বন্ধু সৈকতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে সৈকতকে সরাসরি হত্যাকারী হিসেবে সিএমএম আদালতে উপস্থাপন করে ডিবি পুলিশ।

সাত দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, প্রেমের সম্পর্কের জেরে রুম্পা হত্যাকাণ্ড ঘটেছে। বুধবার বিকালে সৈকতের সাথে ঝগড়ার একপর্যায়ে রুম্পা হত্যাকাণ্ড ঘটে এবং এর সাথে সৈকত জড়িত।

তবে, আসামিপক্ষের আইনজীবীরা তা অস্বীকার করে রুম্পা আত্মহত্যা করেছে বলে দাবি করেন। জানান, সৈকতকে গ্রেফতার করা হয়নি। সে নিজেই ডিবি পুলিশের কাছে গিয়েছিল।

Exit mobile version