Site icon Jamuna Television

দেশে ফিরতে চায় কাতালান নেতা কার্লেস পিজমন্ট

আঞ্চলিক নির্বাচনে জয়ের পর দেশে ফেরার অনুমতি দিতে স্প্যানিশ সরকারের প্রতি আহ্বান জানালেন কাতালান নেতা কার্লেস পিজমন্ট। শনিবার এ আহ্বান জানান তিনি। এক সাক্ষাৎকারে পিজমন্ট বলেন, কাতালুনিয়ার পার্লামেন্টের প্রথম অধিবেশনে যোগ দেয়ার দেয়ার জন্য স্পেনে ফিরতে হবে তাকে। বৃহস্পতিবারের ভোটাভুটিতে ৭০টি আসনে জয়ী হয় স্বাধীনতাপন্থী পিজমন্টের নেতৃত্বাধীন জোট। জয় পেলেও পার্লামেন্ট অধিবেশনে নির্বাসিত এবং জেলে থাকা নেতারা অংশ নিতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। গেল অক্টোবর পর্যন্ত স্বায়ত্তশাসিত কাতালুনিয়ায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও অবৈধ গণভোট আয়োজনের জন্য তাকে দেশ ছাড়া হতে হয়। পালিয়ে বেলজিয়ামে আশ্রয় নিলেও সেখান থেকেই অংশ নেন বৃহস্পতিবারের স্থানীয় নির্বাচনে।এই্ কাতালুনিয়ার স্বাধীনতাপন্থী নেতা আরও বলেন, কাতালানের রাজনীতিকে স্থিতাবস্থায় আনতে হবে, স্প্যানিশ সরকার এটিকে নষ্ট করেছিল। এর জন্য আমাকে যেমন দেশে ফেরার সুযোগ দিতে হবে তেমনি, কারাগারে আটক নেতাদের মুক্তি দিতে হবে। কাতালুনিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে না দেয়া হলে জনমতকেই অস্বীকার করা হবে। এটা স্প্যানিশ গণতান্ত্রিক ব্যবস্থা পরিপন্থী।

Exit mobile version