Site icon Jamuna Television

৮ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

৮ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। এরমধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস চাপায় অটোরিকশার তিন আরোহীর প্রাণ গেছে। সকালে উপজেলার মুসল্লীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়া যাচ্ছিলো ঈগল পরিবহনের একটি বাস। সেটি মুসল্লীবাড়িতে পৌঁছালে যাত্রীবাহি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ জন মারা গেছেন। এছাড়া বাগেরহাট, লালমনিরহাট, দিনাজপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণায় সড়কে প্রাণ গেছে আরও ৬ জনের।

এদিকে আজ সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কসহ তিনজন মারাত্মক আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Exit mobile version