Site icon Jamuna Television

ট্রিপল মার্ডার: প্রবাসী রবের স্ত্রী মিশরাত গ্রেফতার

বরিশাল ব্যুরো

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মিশরাত জাহান নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল।

মিশরাত জাহান কুয়েত প্রবাসী আব্দুর রবের স্ত্রী। গতকাল শনিবার ভোরে আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম, ভগ্নিপতি শফিকুল আলম ও খালাতো ভাই ইউসুফের লাশ উদ্ধার হয়। রাতের যে কোনো সময় তাদের হত্যা করা হয়। ঘটনার সময় দুই সন্তান সহ স্ত্রী মিশরাত জাহান ও ভাতিজি আছিয়া আক্তার বাড়িতেই ছিল। কিন্তু তারা কিছুই টের পায়নি বলে দাবি করে আসছিলেন।

বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুরে জাকির হোসেন ও রাতে জুয়েল নামে ২ জনকে গ্রেফতার করা হয়। তারা রোববার সন্ধ্যার পরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রবাসীর স্ত্রী মিশরাতকে গ্রেফতার করা হয়েছে।

তবে তদন্তের স্বার্থে জবানবন্দির বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি পুলিশ সুপার।

Exit mobile version