Site icon Jamuna Television

স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে ৩ শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে। রোববার সকালে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বেনজির আহম্মেদ তার দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছেলের পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষকদের গালাগালি করেন। এসময় সহকারী শিক্ষক বিপ্লব রানা তাকে উত্তেজিত না হওয়ার অনুরোধ জানান। ক্ষিপ্ত সভাপতি তখন তাকে চেয়ার দিয়ে আঘাতের চেষ্টা করেন। এসময় আরেক শিক্ষক জিয়াউল হক এগিয়ে এলে তাকেও ধাক্কা দেন বেনজির আহম্মেদ। পরে প্রধান শিক্ষককেও গালি দেন।

এক পর্যায়ে সভাপতি চাকু হাতে শিক্ষকদের ভয় দেখান বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষকরা।

Exit mobile version