Site icon Jamuna Television

শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা, জামিনে মুক্তি পাচ্ছে গ্রেফতারকৃত কিশোর

রাজশাহীর পুঠিয়ার পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতারকৃত কিশোর আজ জামিনে মুক্তি পেতে যাচ্ছেন।

গেল দুই ডিসেম্বর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ কিশোরের ৬ মাসের জামিন মঞ্জুর করেন। রায়ে আদালত বলেন, এ ঘটনায় পুঠিয়া থানার তৎকালীন ওসি সাকিল উদ্দিন এজাহারের কারসাজি করেছে। দুদক ও পিবিআইকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

নুরুল হত্যা মামলার আসামি গ্রেপ্তারের কথা উল্লেখ করে, ১৬৪ ধারায় এই কিশোরের কথিত জবানবন্দি গণমাধ্যমে প্রকাশ করে পুলিশ। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে ওঠে আসে জালিয়াতির এই খবর।

Exit mobile version