Site icon Jamuna Television

রোহিঙ্গা গণহত্যার শুনানি, নেদারল্যান্ডস পৌছেছে সু চি’র নেতৃত্বাধীন দল

রোহিঙ্গা গণহত্যার শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ডসে পৌছেছে মিয়ানমারের উপদেষ্টা অং সান সু চি’র নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আন্তর্জাতিক বিচার আদালতে ১০ থেকে ১২ ডিসেম্বর হবে শুনানি।

শুনানি চলাকালে ১৬ সদস্যের বিচারপতি প্যানেলের প্রতি অনুরোধ করা হবে, রোহিঙ্গা সংকট সমাধাণে পূর্ণ রায় না আসা পর্যন্ত ‘সাময়িক পদক্ষেপ’ গ্রহনের নির্দেশ প্রদানের। শুনানি ঘিরে হেগ শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ-কর্মসূচি রয়েছে- এমন তথ্য দিয়েছে পুলিশ।

ওআইসির তরফ থেকে ১১ নভেম্বর, গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। অভিযোগ, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে নিজ দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর বর্বর নির্যাতন চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। প্রাণে বাঁচতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে কমপক্ষে ১১ লাখ রোহিঙ্গা। অবশ্য, সব অভিযোগ অস্বীকার করছে সু চি প্রশাসন।

Exit mobile version