Site icon Jamuna Television

সম্পদ লুন্ঠনকারীদের পিছু ছাড়বে না দুদক: দুদক চেয়ারম্যান

সম্পদ লুন্ঠনকারীদের পিছু ছাড়বে না দুর্নীতি দমন কমিশন, দেশে-বিদেশে কোথাও শান্তিতে থাকতে পারবেন না তারা।

আজ সোমবার সকালে দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতিবাজদের এ বার্তা দেন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

জাতীয় সঙ্গীত আর বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরে দুর্নীতি বিরোধী কার্টুন, পোস্টার প্রদর্শনী ও গণসাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন দুদক চেয়াম্যান।

চেয়ারম্যান বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে সকল পেশাজীবীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আগামী প্রজন্মের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে দুদক দৃঢ়তার সাথে কাজ করবে বলে জানান ইকবাল মাহমুদ।

Exit mobile version