Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তি দাবি, সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে সুপ্রিম কোর্টে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আইনজীবী ফোরামের নেতারা বক্তব্য রাখেন। এসময় তারা খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেন।

তারা বলেন, সরকার জোর করে কারাগারে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। তারা আরো বলেন, গত ৫ তারিখে আদালতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য তারা সরকার দলীয় আইনজীবীদের আচরণকে দায়ী করেন।

Exit mobile version