Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ করেন করেন বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার আজ ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশে এ কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। পুরো আদালত চত্বর প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন তারা।

এ সময় বক্তারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে নানা টালবাহানায় আটকে রাখা হয়েছে। সরকারের বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের কারণেই বেগম জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

এদিকে একই দাবিতে সুনামগঞ্জের আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় বক্তারা বেগম জিয়ার মুক্তির দাবি জানান। অন্যথায় জনতার আদালতের মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Exit mobile version