Site icon Jamuna Television

নেতৃত্বের দুর্বলতায় বিএনপি বিলীন হবার পথে: ওবায়দুল কাদের

খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থ হয়ে, বিএনপি এখন আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নেতৃত্বের দুর্বলতায় বিএনপি’র অস্তিত্ব এখন বিলীন হবার পথে। তিনি দাবি করেন, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিয়ে বিএনপি নেতাদের মাঝেই দ্বিধা-দ্বন্দ্ব আছে। কেউ বলছে আন্দোলন করবে, কেউ বলছে সময় হয়নি।

এসময় ওবায়দুল কাদের বলেন, নতুন কমিটিতে কারা আসবেন, সেটি নেত্রীর এখতিয়ার। তবে, দায়িত্বে পালনে যারা কিছুটা ব্যর্থ তাদের পরিবর্তন করা হবে। দায়িত্ব পালনে তিনি কোন চাপের মুখে নেই বলেও জানান ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, নেত্রী চাইলে দায়িত্ব পালনে তার কোন সমস্যা নেই।

Exit mobile version