Site icon Jamuna Television

শুধু ক্ষমতার দিকে দৃষ্টি থাকলে দল দুর্বল হয়: জিএম কাদের

জাতীয় পার্টিতে এক নেতার নির্দেশ মানতে বলেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। আরও বলেছেন, শুধু ক্ষমতার দিকে দৃষ্টি থাকলে দল দুর্বল হয়। বিকেলে সেগুনবাগিচায় কৃষক পার্টির সম্মেলনে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, একতা না থাকলে শক্তিহীন হয়ে যাবে দল। শৃঙ্খলা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।

এসময় জি এম কাদের বলেন, কৃষকদের দেয়া সরকারের ভর্তুকি এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। তাই যেখানেই কৃষকরা অত্যাচারিত হবে, বঞ্চিত হবে, সেখানেই প্রতিবাদের আহ্বান জানান তিনি।

সম্মেলনে কৃষক পার্টির সভাপতি সাইদুর রহমান টেপা এবং সাধারণ সম্পাদক হয়েছেন লিয়াকত হোসেন।

Exit mobile version