Site icon Jamuna Television

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে আটক ৪

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলে অসামা‌জিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে খদ্দের ও হো‌টেল ম্যা‌নেজারসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে লা‌কি হোটেল থেকে তাদের আটক করে ম‌হিপুর থানা পু‌লিশ।

আটককৃতরা হলো, খদ্দের ইলিয়াস হাওলাদার, হোটেল ম্যানেজার মো. আল-আমিন, যৌনকর্মী মিম আক্তার, মরিয়ম আক্তার।

ম‌হিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা আবাসিক হোটেল লা‌কি‌তে অ‌ভিযান চালিয়ে অসামা‌জিক কার্যকলাপে লিপ্ত থাকায় চারজনকে আটক করা হয়। তি‌নি আ‌রো জানান, দীর্ঘ‌দিন ধ‌রে ওই হো‌টেল‌টি‌তে অসামা‌জিক কার্যকলাপ চা‌লি‌য়ে আস‌ছিল। এরই ধারাবা‌হিকতায় গোপ‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের‌কে আটক করা হয়। এর আ‌গেও ক‌য়েকবার ওখান থে‌কে খ‌দ্দেরসহ যৌনকর্মী‌দের আটক করা হ‌য়ে‌ছিল।#

Exit mobile version