Site icon Jamuna Television

ক্রিকেট খেলা নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ক্রিকেট খেলায় বাদানুবাদের জের ধরে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে।

নিহত ওই তরুণের নাম জুয়েল শেখ (২৫)। তিনি ওই গ্রামের মৃত আলামুদ্দিনের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানিয়ছে, গত শুক্রবার বিকেলে পশরা গ্রামের এ কে আজাদ স্কুল মাঠে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলাকে কেন্দ্র করে জুয়েলের সাথে একই গ্রামের শেখ আজাদের ছেলে আবীরের (২১) বাদানুবাদ হয়। এক পর্যায়ে জুয়েল আজাদকে থাপ্পর মারে।

জুয়েলের ফুফু জবেদা বেগম বলেন, ওই ঘটনায় জের ধরে আবীরের পিতা জুয়েলকে শুক্রবার সন্ধ্যায় ডেকে নিয়ে যায়। পরে জুয়েলকে ঘরের মধ্যে আটকে পিটিয়ে আহত করা হয়।

স্থানীয় সূত্র আরো জানায়, এই ঘটনায় আহত জুয়েল বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলো। এ অবস্থায় আজ সোমবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ৬টার দিকে মারা যান।

এ ব্যাপারে অভিযুক্ত আজাদের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের মা জিলেকা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করছেন।

Exit mobile version