Site icon Jamuna Television

বিপিএলের টিকিটের দাম জেনে নিন

এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। বুধবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। আগের দিন মঙ্গলবার থেকে পাওয়া যাবে টুর্নামেন্টের ম্যাচের টিকিট। সোমবার রাতে এর দাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ ধরা হয়েছে ২০০ টাকা। আর সর্বোচ্চ দাম ধরা হয়েছে দুই হাজার টাকা। শুধু প্রথম পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। এ খেলাগুলো হবে ঢাকায়।

ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য পড়বে ২০০ টাকা। নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ভিআইপি ও ক্লাব হাউসের টিকিট মিলবে ৫০০ টাকায়। এ ছাড়া গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য দুই হাজার টাকা।

হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের বুথ এবং ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে সরাসরি টিকিট কেনা যাবে। এ ছাড়া সহজডটকম, পেপয়েন্ট ও গ্যাজেটবাংলার ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট।

Exit mobile version