Site icon Jamuna Television

মাদকের আড্ডায় অভিযান চালিয়ে আটক ২২

রাজধানীর রায়েরবাজারে সাদেক খান কৃষি মার্কেটে অভিযান চালিয়ে একটি মাদকের আড্ডা থেকে ২২ জনকে আটক করেছে র‍্যাব।

সোমবার রাত দশটার পর গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর বেড়িবাধ সংলগ্ন কৃষি মার্কেটে অভিযান চালানো হয়। জুয়াখেলা অবস্থায় আটক করা হয় ২২ জনকে।

ঘটনাস্থল থেকে ৭৩ হাজার নগদ টাকা ও ১৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় প্রায় প্রতিদিন এখানে মাদক ও জুয়ার আসর বসতো। এই অভিযোগ পেয়েই অভিযান চালায় র‍্যাব।

Exit mobile version