Site icon Jamuna Television

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামীর আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সোমবার রাত আটটার দিকে উপজেলার আউলিয়াবাদের মন্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে স্বামী লাল মাহমুদ ও তার স্ত্রী আনোয়ারা (৪৮) বেগমের মরদেহ উদ্ধার করে। নিহত লাল মাহমুদ (৫৫) আউলিয়াবাদের মন্ডল পাড়া এলাকার চান মাহমুদের ছেলে।

কালিহাতী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, নিহত লাল মাহমুদ ও স্ত্রী আনোয়ারা দুই ছেলে দীর্ঘ দিন যাবৎ সৌদি আরব থাকেন। এ সুবাদে দুই ছেলে প্রবাসের টাকা তার মার নিকট পাঠায়। এ নিয়ে দীর্ঘ দিন যাবৎ কলহ চলে আসছিল। এক পর্যায়ে রাতে স্বামী লাল মাহমুদ স্ত্রী আনোয়ারাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তিনি নিজেও আত্মহত্যা করে।

Exit mobile version