Site icon Jamuna Television

মানবাধিকার নিশ্চিতে সবার আগে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী

মানবাধিকার নিশ্চিতের জন্য সবার আগে আইনের শাসন নিশ্চিত করা জরুরী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কে প্রশ্রয় দেয়া হলে সেদেশে অন্যায় মাথা চাড়া দিয়ে উঠবে এটাই স্বাভাবিক। সকলকে মানবাধিকারের বিষয়ে সজাগ থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী। তরুণ সমাজকে এই দেশের ইতিহাস জানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। এসময় তিনি, দেশের অতীতের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন। বঙ্গবন্ধু হত্যার বিচার পাওয়ার জন্য, নানা বঞ্চনার শিকার হওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Exit mobile version