Site icon Jamuna Television

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার অনিয়ম রুখতে দুই কর্মকর্তাকে দায়িত্ব

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার অনিয়ম রুখতে দু’জন বিচারিক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারা হলেন- ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান ও সহকারী রেজিস্ট্রার ওমর হায়দার।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর। তিনি বলেন, প্রশাসনের কর্মবণ্টন অনুযায়ী তাদেরকে দায়িত্ব এ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম রুখতে না পারায় গত ২ ডিসেম্বর হতাশা প্রকাশ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরদিন সকালে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেন কোর্ট প্রশাসন।

অনিয়ম রুখতে নতুন করে দুই কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হলো।

Exit mobile version