Site icon Jamuna Television

রাস্তা থেকে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ষোল বছর বয়সী এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষ‌ণের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয় বখাটেকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম।

সোমবার (৯ ডি‌সেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লা থানার বটতলা এলাকায় শাহাজালাল রো‌লিং মিল সংলগ্ন মস‌জি‌দ গ‌লি‌তে এ গণধর্ষণের ঘটনা ঘ‌টে।

এ‌ ঘটনায় জড়িত অভিযোগে ফতুল্লা ম‌ডেল থানা পু‌লিশ রাতেই অ‌ভিযুক্ত রাসেল, আলামীন, রবিন সুমন, শাহাদাত হোসেন, ও সুজন।

ফতুল্লা ম‌ডেল থানা পু‌লি‌শের ইন্সপেক্টর তদন্ত ‌মিজানুর রহমান জানান, ভিকটিম ক‌য়েল কারখানায় শ্র‌মি‌কের কাজ ক‌রে। সে সদর থানার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

ফতুল্লা ম‌ডেল থানা পু‌লি‌শের ইন্সপেক্টর তদন্ত ‌মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্য‌ায় কারখানায় কাজ শেষে ছু‌টির পর মা‌লি‌কের সা‌থে বা‌ড়ি ফেরার প‌থে তা‌দের পথরোধ ক‌রে এলাকার বখাটে যুবক রা‌সেল ও তার তিন সহ‌যোগী যুবক। প‌রে সন্ত্রাসী আলামীন কয়েল কারখানার মালিককে মারধর ক‌রে সেখান থেকে তা‌ড়ি‌য়ে দি‌য়ে ওই কিশোরীকে র‌বিন ও সুম‌নের হা‌তে টাকার বি‌নিম‌য়ে তু‌লে দেয়। এরপর তিনজন মিলে ওই কিশোরীকে এক‌টি নির্জন বা‌ড়ি‌তে নি‌য়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ ক‌রে।

নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম জানান, মারধ‌রের শিকার ক‌য়েল কারখানার মা‌লিক কা‌দির থানায় বিষয়‌টি জানা‌লে অ‌ভিযান চা‌লি‌য়ে পু‌লিশ অ‌ভিযুক্ত ৬ জনকে আটক ক‌রে‌।

Exit mobile version