Site icon Jamuna Television

সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার,নাটোর
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মিম ও কাওসার নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিহতদের বাড়ির পাশে পুকুর থেকে মরদেহ দুইটি উদ্ধার করে স্থানীয়রা। নিহত মিম সিংড়া উপজেলার দমদমা এলাকার মিঠুনের মেয়ে এবং কাওসার একই এলাকার শামিম হোসেনের ছেলে। তারা দুই জন একে অপরের মামাতো, ফুফাতে ভাই বোন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা, স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম ও নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল মিম ও কাওসার। দীর্ঘ সময় পরে শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুদের স্যান্ডেল ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুকুর থেকে স্থানীয়রা শিশু দুইটিকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, স্থানীয় গণ্যমান্যদের সাথে আলোচনা করে শিশু দুইটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Exit mobile version