Site icon Jamuna Television

সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে সমুদ্র সম্পদ রক্ষায় কাজে লাগানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে অংশ নিয়ে একথা বলেন তিনি। সনদ তুলে দেন কমিশনপ্রাপ্তদের হাতে। এ সময় মিয়ানমার ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানের কথা আবারও তুলে ধরেন শেখ হাসিনা।

চট্টগ্রাম নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির শীতকালীন কুচকাওয়াজ। রোববার সকালে, অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন তিনি। সনদ তুলে দেন নেভাল একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের হাতে।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ দেন প্রধানমন্ত্রী। বলেন, আরও আধুনিক করা হবে নৌবাহিনীকে। সমুদ্র সম্পদ রক্ষা ও তা দেশের কাজে লাগাতে নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী কথা বলেন মিয়ানমার ইস্যুতেও। পালিয়ে আসা নাগরিকদের মিয়ানমারে ফিরিয়ে দেয়ার কথা আবারও পূণর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে, নেভাল একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত দুই ব্যাচের ১০৪ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এদের মধ্যে রয়েছেন ২১ জন নারী ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version