Site icon Jamuna Television

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে সাধারণ ছাত্র পরিষদ।
দুপুরে রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।

বলা হয়, গড় আয়ু বিবেচনায় সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা ২ বছর বাড়ানো হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হচ্ছে না। তারা আরও বলেন, বর্তমান সরকার তার সর্বশেষ নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিতে বয়সসীমা যৌক্তিকভাবে বাড়ানোর অঙ্গীকার করেছিলো। কিন্তু প্রায় এক বছর পেরিয়ে গেলেও তার বাস্তবায়ন হচ্ছে না বলে জানান বক্তারা। সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতসহ চার দফা দাবি তুলে ধরা হয়। দাবি বাস্তবায়ন না হলে ১৯ ডিসেম্বর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পালনের হুঁশিয়ারি দেন তারা।

Exit mobile version