Site icon Jamuna Television

মিয়ানমারের চার সেনা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ

রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে মিয়ানমারের চার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ অবরোধ আরোপ করা হয়।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মার্কিন ট্রেজারি বিভাগ। অভিযুক্ত চার সেনা কর্মকর্তা হলেন, মিয়ানমারের কমান্ডার ইন চিফ মিন আং হ্লাইং, সই উইন, থান ঔ এবং অং অং। তাদের বিরুদ্ধে ২০১৭ সালে রাখাইন, কাচিন এবং শান রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত সেনাকর্মকর্তাদের নামে যুক্তরাষ্ট্রে কোন সম্পদ থাকলে তাও জব্দ করা হবে। এছাড়া তাদের সাথে কোন ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারবে না মার্কিনিরা। এর আগে নেইপিদোর কয়েকজন সেনাকর্মকর্তার ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আররোপ করে যুক্তরাষ্ট্রে।

Exit mobile version