Site icon Jamuna Television

‘শাহজাহান খানকে ২৪ ঘণ্টা সময়, প্রমাণ না করতে পারলে আইনী পদক্ষেপ’

সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানকে ২৪ ঘণ্টার মধ্যে তার অভিযোগের স্বপক্ষে প্রমাণ হাজির করতে বলেছেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অন্যথায় আইনী পদক্ষেপ নেয়া হবে। সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন এ হুঁশিয়ারি দেন।

সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে, ইলিয়াস কাঞ্চনকে দুর্নীতিবাজ ও টকশ’বাজ বলে অভিহিত করেন শাহজাহান খান। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলেনে,এই বক্তব্যের কড়া সমালোচনা করে ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, এসবই নতুন সড়ক পরিবহন আইনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। শাহাজাহান খানরা নিজেদের স্বার্থ হাসিলে শ্রমিকদের ব্যবহার করছেন বলে পাল্টা-অভিযোগ করেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন বিদেশি অর্থায়নে নয়, পরিচালিত হয় সংগঠনের সকল স্তরের কর্মীদের চাঁদা ও দেশীয় প্রতিষ্ঠানের স্পন্সরের মাধ্যমে।

Exit mobile version