Site icon Jamuna Television

মাগুরায় ৪ ডাকাত গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
মাগুরার পৃথক ৩ টি ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের দলনেতা মিজানুর রহমানসহ ৪ ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে ।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা সদর থানায় অনুষ্টিত প্রেস ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, সম্প্রতি সংঘঠিত মাগুরা শ্রীপুর উপজেলার গোবিন্দপুর বিল, ওয়াবদা মোড় ও শালিখা উপজেলার বুনাগাতি-বাউলিয়া সড়কের সানবান্ধা এলাকায় পৃথক ৩টি ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতরা এ সময় মোটর সাইকেল, ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল সেট লুট করে।

এ সব মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের সনাক্ত করে গতকাল মঙ্গলবার গভীর রাতে মাগুরা সদর উপজেলার মাধবপুরে আসাদের বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের দলনেতা মিজানুর রহমান (৫২) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি ফরিদপুর নগরকান্দা উপজেলার গোয়ালপাড়া সিয়ের গ্রাম। পরে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী আজমপুর গ্রামের নিজবাড়ি থেকে ডাকাত রাসেল মুন্সি (৩০) ও আলমগীর ওরফে সান্টু মোল্ল্যা (৩০) এবং পৌর এলাকার কাদিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত আলি হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও একধিক ডাকাতি মামলার আসামি। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রামদা, ডাকাতির মোবাইল সেট ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

Exit mobile version