Site icon Jamuna Television

কুড়িগ্রামে আগুনে ৬ পরিবারের ১৭ ঘর পুড়ে ছাই

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামে আগুনে ৬ পরিবারের ১৭ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে আগুনে পুড়ে মারা গেছে ৩টি গরু। ঘটনাটি মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে ঘটে। ৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বেলগাছা ইউনিয়নের তিন নং ওয়ার্ড কমিশনার আমিনুল ইসলাম জানান, রাত ১২টার দিকে হামিদ মিয়ার বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় রফিকুল, আব্দুর রশীদ, বাদশা, হানিফ, হামিদ ও সাইয়েদুলের ১৭টি ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যায় হামিদের ৩টি গরু।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান, রাত ১টা ৪০ মিনিটে আগুন লাগানোর খবর পাই। আমরা পৌনে ২টায় ঘটনাস্থলে পৌঁছি। ততক্ষণে আগুন ছড়িয়ে গেছে। ভোর ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের ১৭টি ঘর ও ৩টি গরু পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন জানান, ক্ষয়ক্ষতি নিরুপণ সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

Exit mobile version