Site icon Jamuna Television

জয়পুরহাট চেম্বার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২১ পরিচালক নির্বাচিত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২০-২০২১ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ কমিটি নির্বাচিত হয়েছে। আজ বুধবার সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী পদ্মা ফিড এন্ড চিকস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক আনু (সিআরপি), সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আহসান কবীর ও সহ-সভাপতি পদে মোঃ মাহাবুব ইসলাম নির্বাচিত হয়।

জেনারেল গ্রুপ থেকে পরিচালক পদে যারা নির্বাচিত হয়েছেন- মোঃ আব্দুল হাকিম মন্ডল, রওনকুল ইসলাম চেীধুরী টিপু, মোঃ বেলায়েত হোসেন লেবু, মোঃ বজলুর রশিদ মুন্টু, পারভেজ আহমেদ, এম এ করিম, মোঃ বজলুর রশিদ পলু, মোঃ আব্দুল আজিজ আকন্দ, মোঃ মোস্তাফিজুর রহমান, এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, মিঃ সুশীল কুমার মন্ডল, মোঃ এহসানুজ্জামান নাজমুল, মোঃ আইনুল হক রুশো।

এ্যাসোসিয়েট গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচিতরা হলেন, মিঃ ওম প্রকাশ আগরওয়ালা, এস এম শামস মতিন, নুর মোহাম্মদ আজাদ রাবী, মোঃ মামুনুল হাসান রঞ্জু, মোঃ আজম আলী এছাড়াও বাস মালিক গ্রুপ থেকে মোস্তাফিজার রহমান (মোস্তাক), ট্রাক মালিক গ্রুপ থেকে শামছুল আলম সংরক্ষিত পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

Exit mobile version