Site icon Jamuna Television

নাগরিকত্ব বিল: রণক্ষেত্র ভারতের বিভিন্ন অঞ্চল

নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে রণক্ষেত্র ভারতের বিভিন্ন অঞ্চল। আসামে এক হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে ত্রিপুরায়। বিক্ষোভ দমাতে ত্রিপুরা ও আসামের কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে, ধর্মঘটে স্থবির মনিপুর-মেঘালয়। বিক্ষোভকারীদের সাথে পুলিশের সহিংসতার ঘটনায় উত্তপ্ত গৌহাটি। বাঙালি অধ্যুষিত বরাক ভ্যালিতেও চলছে ধর্মঘট। আসাম ও অরুণাচলে বন্ধের ডাক দিয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় ছাত্র সংগঠনের জোট- নেসো। এতে বন্ধ রয়েছে প্রদেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসহ বাজার। ত্রিপুরার বিভিন্ন এলাকায় দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে।

আগরতলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করার পরই যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেয়া হয়।

রাজ্য সরকারের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টার খবর পাওয়ার পরেই এসব পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।

বিভিন্ন ইসলামপন্থী, বিরোধী ও মানবাধিকার গোষ্ঠীর দাবি, ভারতের ২০ কোটি মুসলমানকে কোণঠাসা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী এজেন্ডারই অংশ এই আইন।

Exit mobile version