Site icon Jamuna Television

লোকসভার পর রাজ্যসভাতেও পাস হলো ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল

লোকসভার পর ভারতের রাজ্যসভাতেও পাস হলো নাগরিকত্ব সংশোধনী বিল। তুমুল হট্টগোলের মধ্যেই বুধবার ১২৫-১০৫ ভোটে পাস হয় বিলটি।

ভারতীয় সময় বেলা ১২টায় পার্লামেন্টের উচ্চকক্ষে নাগরিকত্ব সংশোধনী বিলটি প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিল পাসের মাধ্যমে ন্যায্য অধিকার পাবে শরণার্থীরা।

অন্যদিকে বিরোধীরা সংগঠিতভাবে বিলের বিরুদ্ধে দাঁড়ালেও তাদের মাত্র ১০৫ জন বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিলটি সংসদের দুই কক্ষে পাস হওয়ায় এবার সেটি যাবে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য। সেই স্বাক্ষর পেলেই বিলটি আইনে পরিণত হবে। লোকসভার পর বুধবার রাজ্যসভায় দুপুরের দিকে বিলটি পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিরোধীদের অভিযোগ, বিলটি নিয়ে বিভাজনের রাজনীতি করছে ক্ষমতাসীনরা।

এর আগে গত সোমবার লোকসভায় ৩১১-৮০ ভোটের ব্যবধানে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিলটি। এদিকে নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসাম ও ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আসামে অন্তত এক হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে দুই রাজ্যে।

বিক্ষোভকারীদের অভিযোগ, নাগরিকত্ব বিলের মাধ্যমে অনুপ্রবেশকারীদের বৈধতা দিচ্ছে বিজেপি সরকার।

Exit mobile version