
সকাল থেকেই বিদ্যুৎহীন বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবন। এ কারণে বেশিরভাগ কর্মকর্তাকে ভবনের নিচ তলায় দেখা গেছে। বিদ্যুতের কারণে লিফট বন্ধ থাকায় কর্মকর্তারা ভবনে উঠতে না পেরে নিচে দাঁড়িয়ে আছেন। আবার কেউ কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠলেও বিদ্যুতের অভাবে কোন কাজ করতে পারছে না।
বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জালাল উদ্দিন জানান, গভীর রাতে একটা ফ্লোরে স্যুয়ারেজ লাইনে ঝামেলা হয়েছে। উনারা সকাল ৬টায় টের পেয়েছেন। এখনও মেরামতের কাজ চলছে। শিগগিরই স্বাভাবিক হবে বলেও আশ্বাস দেন তিনি।



Leave a reply