Site icon Jamuna Television

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ৪২ মিনিটে সামসুন নাহারের একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারতকে চাপে ফেলে বাংলাদেশের মেয়েরা। প্রথমদিকে কয়েকটি সহজ গোলের সুযোগ মিস করলেও ৪২ মিনিটে ধরা দেয় কাঙ্ক্ষিত গোল। ম্যাচ নির্ধারণী গোলটি করেন সামসুন নাহার। ভারতের সাথে জয়ের ব্যাবধানটা হতে পারতো আরো বড় । যদি না দ্বিতীয়ার্ধেও স্ট্রাইকাররা গোল মিসের মহড়া না দিত। এর আগে গ্রুপ পর্বে ভারতে ৩-০ গোলে হারিয়েছিলো গোলাম রব্বানি ছোটনের শীষ্যরা। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

 

Exit mobile version