Site icon Jamuna Television

সৎ রাজনীতি করি বলেই কেউ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি: প্রধানমন্ত্রী

সৎ রাজনীতি করার জন্যই অনেক চেষ্টা করেও নিজের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি-মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ক্ষমতা ভোগের জন্য নয় বরং জনগণের সেবার জন্য; এমন মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

সকালে বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তাদের, জনগনের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারের বিষয়টি খেলায় রাখতে বলেন। দুষ-দুর্নীতির বিষয়ে সতর্ক থেকে কর্মক্ষেত্রে মিতব্যয়ী হবারও পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কাজে উৎসাহ দিতেই সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। নবীন কর্মকর্তাদের যুগের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য তৈরি হতেও পরামর্শ দেন সরকার প্রধান।

Exit mobile version