Site icon Jamuna Television

বড়দিনের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বড়দিনের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় গির্জাসহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা ও আর্চওয়ে থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ইংরেজি বর্ষবরণে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান করা যাবে না বলেও জানান মন্ত্রী। এই সময়ে সব বার বন্ধ থাকবে। এমনকি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রও বহন করা যাবে না। তবে বড়দিন এবং বর্ষবরণকে কেন্দ্র করে কোন হুমকি বা আশঙ্কা নেই বলেও জানান আসাদুজ্জামান খাঁন।

Exit mobile version